
![]() |
এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদনক্রমে বেঙ্গল প্লাষ্টিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে আয়োজিত ‘বেঙ্গল প্লাস্টিকস এশিয়ান অনুর্ধ ১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৭’ প্রথম দিনে বালক এককের দুটি এবং বালিকা এককের একটি খেলা অনুষ্ঠিত হয়। বালক এককে বাংলাদেশের মেহেদী হাসান আলভি ৬-৪, ৬-১ গেমে কোরিয়ার সাং হো সন কে এবং বাংলাদেশের মো: সোহেল পাশি ৬-২, ৬-০ গেমে স্বদেশী সায়ান শহিদকে পরাজিত করে। বালিকা এককের খেলায় বাংলাদেশের শ্রাবস্তি দেব অর্পিতা ও স্বদেশী দীপান্বিতা মিত্র এর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে। |
Comment Following News