• ঢাকা
  • ২১ ডিসেম্বর ২০২৪, শনিবার
  • আপডেট ৫ মিনিট আগে
  • 00 : 00 : 00 AM
শিরোনাম :
শ্রমিকদের জানুয়ারি পর্যন্ত বেতন দেবে জনতা ব্যাংক   |   নৌকার সমর্থকদের বিরুদ্ধে এ কে আজাদের দুই কর্মীকে মারধরের অভিযোগ   |   ফিট না হয়েও বিশ্বকাপে যাচ্ছেন কেইন-সাউদি   |   ছুটির দিনে ঘুরতে বেরিয়ে মেহেরপুরে বাসচাপায় নিহত   |   ক্রিকেট নিয়ে অনলাইনে জুয়া, বিশ্ববিদ্যালয় ছাত্রসহ গ্রেপ্তার ৪: র‌্যাব   |   অকারণে শিকল টেনে ট্রেন থামানোর জরিমানা বেড়ে ১০ গুণ হচ্ছে   |   তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবাসী যুবকের মৃত্যু   |   লগি-বইঠার আন্দোলন স্মরণ করিয়ে মাঠে থাকতে বললেন তাপস   |   মাদকের দেড় কোটি টাকায় ডেনমার্কে রেস্তোরাঁ খুলতে চেয়েছিলেন তিনি   |   হামাসের ৭ অক্টোবরের হামলার জবাবে গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েলি বাহিনী   |  

ছুটির দিনে ঘুরতে বেরিয়ে মেহেরপুরে বাসচাপায় নিহত

ছুটির দিনে ঘুরতে বেরিয়ে মেহেরপুরে বাসচাপায় নিহত

ছুটির দিনে ঘুরতে বেরিয়ে মেহেরপুরে বাসচাপায় নিহত

মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেলে বাসের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মেহেরপুর-কুষ্টিয়া সড়কের তেরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেলটির চালক।

নিহত ব্যক্তির নাম মোকারম হোসেন (৪৩) তাঁর বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলায়। তিনি এসিআই ফুডের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। দুর্ঘটনায় আহত মোতালেব হোসেনের (৩৮) বাড়ি রাজশাহীর বাঘা উপজেলায়। তিনি প্রাণ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তাঁদের দুজনের পরিচয় নিশ্চিত করেছেন এসিআই ফুডের মেহেরপুরের পরিবেশক হাসিনা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আখতারুজ্জামান।

প্রত্যক্ষদর্শী পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, মেহেরপুর শহরে একই বাসায় ভাড়া থাকার কারণে মোকারম মোতালেবের মধ্যে বন্ধুত্ব হয়। আজ শুক্রবার ছুটির দিনে তাঁরা আশপাশের এলাকায় ঘুরতে মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েন। সকাল ৯টার দিকে শহর থেকে মোটরসাইকেলে করে বামন্দীর দিকে যাচ্ছিলেন তাঁরা। তেরাইল কলেজের কাছাকাছি পৌঁছালে কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি লোকাল বাস পেছন থেকে তাঁদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। সময় মোটরসাইকেলটির চালকের আসনে থাকা মোতালেব রাস্তার পাশে ছিটকে পড়লেও আরোহী মোকারম পড়েন বাসের চাকার নিচে। চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। বাসটি দ্রুতগতিতে ঘটনাস্থল ত্যাগ করে। পরে বামন্দী শহরে বাসটি আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।

ঘটনাস্থল থেকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে কাজ করছে পুলিশ।