তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় প্রবাসী যুবকের মৃত্যু
রাজধানীর তেজগাঁও রেলস্টেশন এলাকায় ট্রেনে কাটা পড়ে মো. স্বপন নামের এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে তাঁর মৃত্যু হয়।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) সহকারী উপপরিদর্শক (এএসআই) ফারুক আহামেদ বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, বুধবার বিকেলে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে তেজগাঁও রেলস্টেশনে পড়ে ছিলেন স্বপন। পরে দুই যুবক তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।