পঞ্চগড়ের আটোয়ারীতে অভিযান চালিয়ে কারেন্টজাল সহ দুই ব্যবসায়ীকে আটক, অত:পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে
জরিমানা আদায় করে মুক্তি দেয়া হয়েছে। জানাগেছে, বুধবার ( ১৫ জুলাই)
গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার
প্যারিস সিনেমা এলাকায় ওৎ পেতে ছিল। ব্যাগের ভিতর অবৈধ কারেন্ট জাল বিক্রির
উদ্দেশ্যে নিয়ে আসার সময় ওৎ পেতে থাকা পুলিশ দুই যুবককে আটকানোর চেষ্টা
করলে তারা দৌড়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু ধাওয়া করে ৫ হাজার মিটার
কারেন্ট জাল সহ আটক করতে সক্ষম হয়। পরে পুলিশ উপজেলা মৎস্য কর্মকর্তাকে খবর
দেয়। মৎস্য কর্মকর্তা তাৎক্ষনিক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলামকে সাথে নিয়ে ঘটনাস্থলে হাজির হয়ে ৫০০
মিটার কারেন্ট জাল জব্দ করেন এবং জাল ব্যবসায়ী রাধানগর প্রধানপাড়া গ্রামের
মৃত দবির উদ্দীনের পুত্র মোঃ আনোয়ার (৪০) ও মৃত সিরাজ উদ্দীনের পুত্র মোঃ ফারুক
(২৬) এদের অপরাধের জন্য ৫,০০০/-টাকা জরিমানার নির্দেশ প্রদান করেন। জরিমানার
টাকা নগদ পরিশোধ করে তারা মুক্তি পায়। পরে অভিযান পরিচালনাকারী দলের সিদ্ধান্ত
মতে জব্দকৃত কারেন্ট জাল উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখে প্রকাশ্যে পেট্রোল
ঢেলে আগুন জ্বালিয়ে ভূষ্মিভুত করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামসুর
রহমান বলেন, সারাদেশে মৎস্য আইন বাস্তবায়নে সরকারের নির্দেশনা মতে
সংশ্লিষ্ট দপ্তরগুলো কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় পঞ্চগড়ের আটোয়ারীতে
মৎস্য দপ্তরের উদ্যোগে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। প্রায়
পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে প্রকাশ্যে জ্বালিয়ে দেয়া হলো। যার
আনুমানিক মূল্য প্রায় ৫০ হাজার টাকা।