পঞ্চগড়ের আটোয়ারীতেভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ জুয়ারুকে আটক করে অর্থদন্ড প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) পুলিশ অভিযান চালিয়ে গিরাগাও এলাকা হতে জুয়া খেলারতঅবস্থায় ৬ জুয়ারুকে আটক করে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের প্রত্যেককে এক হাজার টাকা হারে
জরিমানার নির্দেশ প্রদান করেন। অর্থদন্ডপ্রাপ্ত জুয়ারুরা হলো, উপজেলার ধামোর
ইউনিয়নের গিরাগাঁও মরাপুকুর গ্রামের মৃতঃ লড়াই মোহাম্মদের ছেলে মোঃ
আব্দুর রহিম (৪৯), গিরাগাঁও বিজপাড়া গ্রামের মৃতঃ মিশির উদ্দীনের ছেলে মোঃ
আব্দুল খালেক (৪৯), পানিশাইল গ্রামের মোঃ গোলাম কাদেরের ছেলে মোঃ অলিয়র
রহমান (৪৫) , একই গ্রামের মৃতঃ আব্দুর রহমানের ছেলে মোঃ মকবুল হোসেন (৫২),
মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (২৮) ও মোঃ আব্দুর রহমানের ছেলে মোঃ
ধজিবুল ইসলাম (৩৫) । #
মো: ইউসুফ আলী