ইয়াহুদি ইজরাইলি আগ্রাসনের প্রতিবাদে ৬৪ নং ওয়ার্ডের ছাত্র যুব মুসলিম জনতা সকল স্তরের মুসলমান ভাইরা একসাথে ইসরাইলের বিরুদ্ধে আজ ৭ এপ্রিল সোমবার দুপুর ১টায়,সকল মুসল্লী ও ওলামা একরামগণ ইজরায়েলের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেন। ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদ যুবদল কেন্দ্রীয় সংসদের, সাবেক সদস্য ও ৬৪ নং ওয়ার্ডের মানবতার ফেরিওয়াল,জনতার কমিশনার আহসানুল্লাহ বক্স শিমু সাহেবের নেতৃত্বে উক্ত বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
উক্ত বিক্ষোভ মিছিলটি কোনাপাড়া থেকে ডগায় কবরস্থান হয়ে বাসেরপুল অগ্রযাত্রা শুরু করে এবং সেখান থেকে কোনাপাড়া এসে কিছুক্ষণ থেমে স্লোগানে মুখরিত করে ফেলে অত্র এলাকা।
উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত থেকে বক্তব্য দেন ৬৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমানুল্লাহ জর্জ সাহেব,সঞ্চালনায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন খান রিপন সাহেব।
আরো উপস্থিত ছিলেন যুবদলের নেতাকর্মী ও ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি আশফাক উদ্দিন আরিফ, ডেমরা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিথুন কাজী, যুগ্ন আহবায়ক পাভেল, যুগ্ম আহবায়ক বিজয়, ৬৪ নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়সাল, সহ-সভাপতি আশিক, সদস্য রমজান, মামুন, হৃদয় ও শাহীন।
উক্ত স্থানে এনসিপি পার্টির ছাত্ররা সহ অত্র এলাকার সকল মসজিদের ইমাম সাহেব ও মাদ্রাসার ছাত্র জনগণ সহ সকলে উপস্থিত থেকে মোনাজাত করে ফিলিস্তিনি মুসলমান ভাই-বোনদের জন্য দোয়ার মাধ্যমে উক্ত অনুষ্ঠান সমাপ্ত করেন।