২৫/০২/২০২৫খ্রিঃ আনুমানিক ০৯:৩০ ঘটিকায় রাজধানীর ডেমরা থানাধীন আলামিন রোড এলাকায় রহিম ডেকর এন্ড ইভেন্ট সলিউশন, আক্তার সুপার মার্কেট ১ম তলা, আল আমিন রোড, কোনাপাড়া ডেমরা ঢাকা- ১৩৬২ । মালিকঃ মো আব্দুর রাহিম এর দোকানের কর্মচারি মো পলাশ সরদার (৪৫), পিতাঃ আব্দুল মালেক সরদার , মাতাঃ কামরুন নেহার, স্থায়ী ঠিকানাঃ বাসা হোল্ডিং- সরদার বাড়ি, গ্রামঃ বাদলা, ডাকঘরঃমাদবপাশা-৮২১৩, থানা-বাবুগঞ্জ,জেলা-বরিশাল,বর্তমান ঠিকানা-মোঃ ইসরাফিল এর ভাড়াটিয়া, হোল্ডিং- ১১/১০৭ কামার গোপ, ডেমরা, ঢাকা ।
উক্ত ভবনের ০৪ তলায় কাজ করার সময় অসতর্কতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়।পরে
আফজাল (প্রতিবেশী), আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা -নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রয়েছে। ডেমরা থানা পুলিশ এ ব্যাপারে অবগত রয়েছেন ও পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।