দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, চুরি-ছিনতাই ও অব্যাহত নারী নির্যাতনের প্রতিবাদে এবং দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবিতে বাসদ ঢাকা মহানগর শাখার উদ্যোগে আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ৪:৩০টায় পল্টন মোড়ে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ ঢাকা মহানগরের ইনচার্জ নিখিল দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশীদ ফিরোজ, ঢাকা মহানগরের সদস্য আহসান হাবিব বুলবুল, খালেকুজ্জামান লিপন, নাসিরউদ্দিন প্রিন্স, রুখশানা আফরোজ আশা।
সমাবেশে কমরেড ফিরোজ বলেন, বর্তমান সরকারের ক্ষমতায় আসার ছয় মাস অতিক্রান্ত করলেও জনজীবনে শান্তি স্বস্তি আনতে পারেনি। বাজারে প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বমুখী। সিন্ডিকেটের কারসাজিতে জনজীবনে ভোগান্তি অসহনীয় পর্যায়ে। সিন্ডিকেট নিয়ন্ত্রণে সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুধু তাই নয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে। ছিনতাই, চুরি, মব সন্ত্রাস ভয়াবহভাবে বেড়েছে। আইন নিজের হাতে তুলে নিয়ে ঢাকার উত্তরায় দুইজনকে মেরে ঝুলিয়ে রেখেছিল। গত ৬ মাসে শুধুমাত্র গণপিটুনিতেই ১৩৪ জনের মৃত্যু ঘটেছে। বিচার বহির্ভূত হত্যার শিকার ১৪ জন। তৌহিদী জনতার নামে প্রায় ৯০টি মাজার-দরগা ভাংচুর, মন্দির আক্রমণ, লালন মেলা ও নাট্য উৎসব বন্ধ, মেয়েদের খেলা বন্ধসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন বন্ধ করে দিয়েছে। এই অপকর্মের দায়ীদের বিরুদ্ধে সরকার কোন পদক্ষেপ নেয়নি। ফলে অপরাধীরা বেপরোয়া। নারী নির্যাতনের ভয়াবহতা দেশবাসীকে উদ্বিগ্ন করছে। চার বছরের নারী শিশুও ধর্ষকদের হাত থেকে রক্ষা পাচ্ছে না।
নেতৃবৃন্দ বলেন, আজকে সরকারের পৃষ্ঠপোষকতায় একটি নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছে। এটাকে কিংস পার্টি বলা যায়। ’২৪ এর গণঅভ্যুত্থানের চেতনা ছিল বৈষম্যহীন সমাজ নির্মাণ, কিন্তু আমরা দেখছি যে ছাত্ররা নেতৃত্বে দিল তারাই আজ পুঁজিবাদী দর্শনে নির্ভর করে শোষণমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেই তথাকথিত মধ্যপন্থা নামে একটি পার্টি তৈরি করলো। এতে গণঅভ্যুত্থানের চেতনা বৈষম্যহীন সমাজ নির্মাণের যে কোন সম্ভাবনা নাই তা নিশ্চিত বলা যায়।
তিনি বলেন, সরকারের নিয়োগকর্তারা আজ যে রাজনৈতিক দল করলো আগামী নির্বাচনে সরকার কীভাবে নিরপেক্ষ নির্বাচন করবে এই প্রশ্ন আজ জনমনে দেখা দিয়েছে। তিনি বলেন বর্তমান সরকার নির্বাচন দিতে যতো বিলম্ব করবে দেশের পরিস্থিতি ততোই খারাপ হবে। ফলে কালক্ষেপণ না করে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখসহ রোডম্যাপ ঘোষণার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।