শেরপুরের নকলার প্রানকেন্দ্রে প্রকাশ্য দিবালোকে বসতবাড়ীতে হামলায় ভাংচুরের ঘটনায় থানায় মামলা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে নকলা পৌরসভার কামারপট্রি গ্রীনরোড এলাকায় আলী আকবর মাষ্টারের বাসায় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার কতিপয় লোক সন্ত্রাসী কায়দায় হাতে কুড়াল , লোহার রড় , বাঁশের লাঠিসোটা নিয়ে হামলা করে বাসার গেইট ও ঘরের দরজা ভেঙ্গে বাসায় প্রবেশ করে আলী আকবর মাষ্টার ও তার কলেজ- ভাসিটি পড়ুয়া মেয়েদের উপর সন্ত্রাসী মুনারেম খাঁনের হুকুমে কতিপয় লোক নৃশংশভাবে হামলা করে । মাষ্টারের কোন পুত্র সন্তান নেই। এতে মাষ্টার ও তার মেয়েরা শারীরিকভাবে আঘাত প্রাপ্ত হলে তাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন ঘটনা স্থলে আসতে থাকলে ঘরের মালামাল ও ৫০হাজার টাকা চুরি করে নিয়ে যায় সন্ত্রাসীরা ।
খবর পেয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন শাহ্ধসঢ়; সঙ্গীয় ফোর্সসহ ঘটনা স্থলে পৌঁছে দুই জনকে আটক করে থানায় নিয়ে আসেন । আটক কৃতরা হল: আশিক মিয়া(১৮) ও মুন্নী আক্তার (২৮), উভয় পিতা মোনায়েম খাঁন। সন্ত্রাসীয়া আটক কৃত দুইজনকে থানা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করলে থানায় হট্রগোল বেধে যায় ; পুলিশ তা নিয়ন্ত্রন করে ।
আলী আকবর মাষ্টার ১২ সেপ্টেস্বর শনিবার রাতে থানায় এ ব্যাপারে এজাহার দায়ের করেন । ওসি আলমগীর হোসেন এরজাহারে ভিত্তিতে ৪ জনের নামে ও ২/৩ জনের অজ্ঞাত নামে আসামী করে একটি মামলা রুজু করেন । নকলা থানার মামলা নং-০৯, তারিখ:১২/০৯/২০২০ ইং, ধারা: ১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৫/৩০৭/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬ (২)
/১১৪ দ: বি ।
মামলা রুজু হওয়ায় পর আসামীরা আলী আকবর মাষ্টার ও তার পরিবারের লোকজনের উপর নানা রকম ভয়- ভীতি ও হুমকি দিচ্ছে বলে স্থানীয় সূত্রে জানাযায়।
আলহাজ্ব মাহবুবর রহমান
নকলা,শেরপুর