নকলগুড় তৈরী কারখানা থেকে অবৈধ আয় করছেন পুলিশ সহ বিভিন্ন দপ্তর,এ অভিযোগ সাধারণ মানুষের।
গতকাল ময়েনপুর ইউনিয়ন্থ বিভিন্ন হাট বাজারে স্বরেজমিনে মিলেছে এ তথ্য। তারা বলছেন নকল /ভেজাল গুড় কারখানা বন্ধ না হলে মানব বন্ধন করবেন পুলিশ,ভোক্তা অধিকার সহ সংশ্লিষ্ঠ কর্মকর্তাদের বিরুদ্ধে।
চৌকিদার দফাদার ও জনতা কতৃক নকল গুড় সহ পিকাপটি গত শুক্রবার সকাল ১১ টায় আটক করে রাত্রে থানায় জমা দেয়ার পরও মামলা রুজু হয়নি। যার পিকাপ নং ন -১১- ০০৫৫ এলাকাবাসী পুলিশের কাছে অসহায়।
মিঠাপুকুর উপজেলার ৯ নং ময়েনপুর ইউনিয়ন্থ শুকুরের হাট গেনারপাড়া গ্রামের ব্যবসায়ী আকতারুল,লালু দীর্ঘদিন ধরে পাথরী চুন, ময়দা,ছেকারিন, চিনি,গুড়ের নালি ও রং মিশ্রিত করে নকল/ভেজাল গুড় তৈরী করে আসছেন।এ অভিযোগ চৌকিদার দফাদার ও জনতার।
এ ধরনের ৭ টি নকল /ভেজাল গুড় তৈরী কারখানা এ ইউনিয়নে রয়েছে। থানা,সহকারী কমিশনার(ভুমি) ভোক্তা অধিকার কর্মকর্তাদের সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যন মাহবুবুল হক অবগত করালেও আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়নি বলে অভিযোগ করেন এলাকাবসী।
এ ব্যাপারে মিঠাপুকুর ইউএনও মামূন ভূইয়া যোগাযোগ করলে তিনি পিকাপ সহ ড্রাইভারকে থানায় জমা দিতে বলেন। নকল গুড় সহ পি কাপ ও ড্রাইভারকে থানায় রাত সাড়ে ৯ টা জমা দিলেও অফিসার ইনচার্জ মামলা গ্রহন করেননি। অভিযোগ উটেছে ময়েনপুর ইউনিয়নে ৭ টি নকলগুড় তৈরী কারখানা থেকে প্রতিদিন অবৈধ আয় করছেন পুলিশ সহ বিভিন্ন দপ্তর।
নকল/ভেজাল গুড় তৈরী বন্ধ না হলে সংশ্লিষ্ঠ কর্মর্তার বিরুদ্ধে এলাকাবাসী মানব বন্ধন করবেন বলে জানিয়েছেন। ##২৮-১১-২০২০
Md.Abdul Halim
(Gold Medalist Journalist)
Senior Staff Reporter
Daily Protein Barta
Divisional Chief, Rangpur
Correspondent-The News Today.
President, Dhaka Press Club,
Rangpur Divisional Unit