দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের মানববন্ধন।
মাগুরায় আট বছরের শিশু আসিয়া এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মোঃ শামীম মাহমুদ এর নেতৃত্বে এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থেকে শিশুটির প্রতি ঘটে যাওয়া নির্মমতার তীব্র নিন্দা জানান এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। বক্তারা বলেন, দেশের প্রতিটি শিশুর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, এবং যদি এই ধরনের ঘটনা বারবার ঘটে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাবে।
শামীম মাহমুদ ভাই তার বক্তব্যে বলেন, “আমরা কোনোভাবেই এমন ঘটনার ন্যায্য বিচার ছাড়া বসে থাকব না। আসিয়ার প্রতি ঘটে যাওয়া অন্যায়ের সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।