মোঃ আরিফ, বয়স-১২ বছর, মুখমন্ডল- গোলাকার, গায়ের রং- শ্যামা, উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, তাহার পড়নে ছিল জিন্স পেন্ট ও শার্ট।
পিতার নাম- মোঃ আঃ মান্নান, মাতা- মোছাঃ সরুফা বেগম, স্থায়ী ঠিকানা- গ্রাম: আন্ধারিয়া সুতিরপাড়, শেরপুর সদর, শেরপুর। বর্তমান ঠিকানা: নিউমার্কেট, শেরপুর টাউন, শেরপুর।
গত (১৮ জানুয়ারি ২০২৫ইং) শনিবার সকাল ৮টায় শেরপুর জেলা শহরস্থ নিউমার্কেট জনৈক সাইফুল ইসলামের বাসার সামনে হইতে নিখোঁজ হয়ে যায়। সম্ভাব্য সকল জায়গা ও আত্মীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাওয়া যায়নি। শেরপুর সদর থানার জিডি নং:-১১৯৭।
যদি কোন স্বহৃদয়বান ব্যাক্তি মোঃ আরিফ এর খোঁজ পেয়ে থাকেন নিম্নোক্ত মোবাইল নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হলো। যোগাযোগ: ০১৭৮৪-৯৭৩২৫৭।