শেরপুর জেলার সদর উপজেলার ১৩ নং রৌহা ইউনিয়নে প্রকাশ্য দিবালোকে চলছে এই জোয়ার-বোর্ড এবং মাদকের কারবার । খবর নিয়ে জানা যায় যে, এ সকল ব্যবসা অনেকদিন যাবতি চালিয়ে যাচ্ছেন ১৩ নং ইউনিয়নের সুমি ডোবার পার গ্রামের রফিকুল ইসলাম (চকিদার)এবংএকই গ্রামের বাসিন্দা মোঃ কালু মিয়া (থানার সোর্স) এরা প্রকাশ্যে জুয়া ও মাদকের কারবার করে যাচ্ছে এতে কেউ বাধা দিতে আসলে বলে যে এখানে উপরের হাত আছে। আমাদেরকে কেউ বাধা দিতে আসলে তাকে ঘুম করে ফেলব এসব কথা শুনে গ্রামবাসীরা ভয়ে কিছু বলতেও পারেনা আতঙ্কের মধ্যে বসবাস করছেন
।গ্রামবাসীদের প্রাণের দাবি এসব খারাপ প্রকৃতির লোকদের হাত থেকে আমাদের গ্রামকে রক্ষা করুন। তা না হলে তরুণ প্রজন্ম ধ্বংসের মুখে পড়ে যাবে। তাই আমি গ্রামবাসির পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এর সঠিক তদন্ত করে এসবখারাপ প্রকৃতির লোকদের আইনের আওতায় এনে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছি।