বাংলাদেশের ৬৪টি জেলায় সাবাদিক নিয়োগ চলছে
বাংলাদেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল ডিপিসিনিউজ২৪.কম ঢাকাসহ ৬৪টি জেলায় দেশব্যাপী বিভাগীয় ব্যুরো চীফ, জেলা-উপজেলা প্রতিনিধি, শিক্ষাঙ্গন প্রতিনিধি, অর্থনৈতিক প্রতিনিধি, ফটো সাংবাদিক, বিজ্ঞাপন প্রতিনিধি ও বিজ্ঞাপনই এজেন্ট নিয়োগ দেওয়া হবে।
দক্ষতা: বাংলা ও ইংরেজিতে লেখা ও ওয়েবে দক্ষতা থাকতে হবে।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
- আগ্রহী প্রার্থীগণ পাসপোর্ট সাইজ ছবি, জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সিভি আমাদের ইমেইল করুন । ই–মেইল: dpcnews24@gmail.com
- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই মেইলেইরিপ্লাই দেওয়া হবে।
- ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে ।
- আবেদনকারীকে সর্বনিন্ম এসএসসি পাশ হতে হবে।
- পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
- অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
- নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
- চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
- প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
অফিসের ঠিকানা (প্রধান কার্যালয়) : ১২/১৩ মতিঝিল বা/এ রহমান চেম্বার (৯ম তলা) ঢাকা-১০০০।
Contact us :
E-mail : dpcnews24@gmail.com
Mobile: +880-1911-988880
web: dpcnews24.com