আর্টেমিস মিশনের জন্য রকেট কোম্পানি স্পেসএক্স ও ব্লু অরিজিনকে নতুন কার্গো ল্যান্ডার তৈরির নির্দেশ দিয়েছে নাসা। এ ছাড়া, সেইসব ল্যান্ডার ব্যবহার করে চাঁদে ভারী যন্ত্রপাতি বহনের পরিকল্পনা করার ঘোষণাও দিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি।
ইলন মাস্কের রকেট কোম্পানি স্পেসএক্স-এর স্টারশিপ কার্গো ল্যান্ডার ব্যবহার করে চাঁদে একটি রোভার পাঠাতে চায় সংস্থাটি, তবে সেটা ২০৩২ সালের আগে বাস্তবায়নের ‘সম্ভাবনা কম’ বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রযুক্তি সাইট ভার্জ।
আর জেফ বেজোসের ব্লু অরিজিনের কাঁধে পড়েছে চাঁদের পৃষ্ঠে বাসযোগ্য জায়গা খোঁজার কাজ, যা ২০৩৩ সালের আগে বাস্তবায়নের সম্ভাবনা নেই।