সংবাদ বিজ্ঞপ্তি
“ওয়ালটন ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী)-২০২০’র
অনুষ্ঠিত ২য় সেমি-ফাইনাল খেলার ফলাফল
মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সার্বিক ব্যব¯হাপনায় এবং ওয়ালটন গ্রæপ এর পৃষ্ঠপোষকতায় আজ ০২ ডিসেম্বর ২০২০ তারিখ বুধবার শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে “ওয়ালটন ১ম ফেডারেশন কাপ হ্যান্ডবল প্রতিযোগিতা (নারী)-২০২০’র অনুষ্ঠিত ২য় সেমি-ফাইনাল খেলার ফলাফল নি¤েœ দেওয়া হলো :
০১. সকাল ১১.৩০ টায় অনুষ্ঠিত ২য় সেমি-ফাইনাল খেলায় বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাব ৩৮-১৩ গোলে জামালপুর স্পোর্টস একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৬-০৮ গোলে এগিয়ে ছিল।
বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল ক্লাবের হয়ে ০৭ নং জার্সীধারী রুবিনা সর্বোচ্চ ২২ টি গোল করেন। জামালপুর স্পোর্টস একাডেমি হয়ে ০৬ নং জার্সীধারী শারমিন ০৪ টি গোল করেন।
আগামীকাল ৩য়/৪র্থ স্থান নির্ধারনী
তারখি সময় দল বনাম দল
০৩/১২/২০
স: ১১:৩০
নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা
”
জামালপুর স্পোর্টস একাডেমি
আগামীকাল ৩য়/৪র্থ স্থান নির্ধারনী খেলা শেষে খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করা হবে। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কোষাধ্যক্ষ ও বাংলাদেশ আর্চারী ফেডারেশনের সাধারন সম্পাদক জনাব কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে পুরস্কার প্রদান করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।