জার্মান ফুটবল দলের কোচ হিসেবে জোয়াকিম লোর স্থানে দায়িত্ব নেবার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছেন লিভারপুল বস জার্গেন ক্লপ। একইসাথে জানিয়েছেন লিভারপুলের সাথে বর্তমান চুক্তি নিয়েই তিনি চিন্তা করছেন। জার্মান ফুটবল এসোসিয়েশন গতকাল জানিয়েছে জুলাইয়ে ইউরো ২০২০ শেষ হবার পরপরই জাতীয় দলের দায়িত্ব থেকে সড়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন লো।
তার সাথে জার্মানির বর্তমান চুক্তির মেয়াদ আরো এক বছর বাকি ছিল। ২০২২ কাতার বিশ্বকাপ পর্যন্ত লোর সাথে চুক্তি করেছিল জার্মানি। লোর সড়ে দাঁড়ানোর ঘোষণা আসার পরপরই তার স্থানে সুস্পষ্ট ফেবারিট হিসেবে ৫৩ বছর বয়সী ক্লপের নাম উঠে আসে।
কিন্তু ক্লপ বলেছেন, 'লিভারপুলের সাথে আমার এখনো তিন বছরের চুক্তি বাকি আছে। স্বাভাবিকভাবে বলতে গেলে এর থেকে সহজ করে কিছু বলার নাই। একটি চুক্তি করার পর সেটাতে অটল থাকাটাই স্বাভাবিক। মেইঞ্জের সাথে আমার যতদিন চুক্তি ছিল আমি অন্য কোন কিছু চিন্তা করিনি। যদিও ঐ সময় বুন্দেসলিগার অন্যান্য ক্লাবগুলো থেকেও আমার কাছে আরো বেশী আকর্ষণীয় প্রস্তাব এসেছিল। আমি না হলেও অন্য কেউ জার্মানির দায়িত্ব নিবে। আমি নিশ্চিত এই মুহূর্তে জার্মান এফএ দারুন একটি প্রক্রিয়ার মধ্যেই এই সমস্যার সমাধান করতে পারবে।'
৬১ বছর বয়সী লো ২০০৬ সাল থেকে জার্মান জাতীয় দলের দায়িত্বে আছেন। তার অধীনে জার্মানি ২০১৪ সালে ব্রাজিলে বিশ্বকাপ জয় করেছিল। কিন্তু পরের আসরেই গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ায় লো চাপের মুখে পড়েন। ক্লপ বলেছেন, ‘জার্মানির জন্য বেশ কয়েক বছর লো দুর্দান্ত পরিশ্রম করেছেন। আমি নিশ্চিত জার্মানির অন্যতম সফল কোচ হিসেবে তার নাম বহাল থাক