যাত্রাবাড়ী থেকে চিটাগাং রোড হাইওয়ের দুই পাশে দোকান বসিয়ে কোটি টাকার চাঁদাবাজি
নিজস্ব প্রতিনিধি
রাজধানী ঢাকার পূর্ব দিকে যাত্রাবাড়ী থেকে চিটাংরোড পর্যন্ত জনগণের যাতায়াতের সুবিধার জন্য ৮ লেনের রাস্তা করা হয়েছে কিন্তু এক শ্রেণীর টাউট বাটপার রাস্তার দুই পাশে দোকান ভাড়া দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে ।
জানা যায়, রায়েরবাগ বাসস্টপ থেকে সাদ্দাম মার্কেট পর্যন্ত হাইওয়ে রাস্তার দুই পাশে গাড়ি ওয়াসের দোকান, গাড়ি হাওয়া দেয়ার দোকান, গজারি কাঠের দোকান, বাঁশ-কাঠের দোকান সহ বিভিন্ন প্রকার দোকান বসিয়ে ভাড়া দেয়া হচ্ছে । এছাড়া রাস্তার পাশে বিভিন্ন প্রকার স্থাপনা তৈরি করে ভাড়া দিয়ে ও ভাড়াটিয়ার নিকট থেকে অগ্রিম টাকা নিয়ে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি ধান্দাবাজ চাঁদাবাজ চক্র । এর অন্যতম হোতা হচ্ছে মীর আনিস, সেকেন্দার মিয়া, মির কাজল ও ডিপটি মিয়া সহ আরও অনেকে । তারা এম.পি সাহেবের নাম ভাঙ্গিয়ে অনেকদিন ধরে এ জঘন্য কাজ চালিয়ে যাচ্ছে । চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া জনগনের দাবি ।